তাড়াশ পৌর সদরের পাড়া-মহল্লার সড়ক-রাস্তার করুন দৃশ্য

স্টাফ রিপোর্টার : তাড়াশ পৌরসভা সদরের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক, লেন, গলি ও রাস্তার করুন দশার হেতু পৌরবাসীর সব ঋতুতেই নাকাল অবস্থা। তবে বৃষ্টি হলে তাদের ভোগান্তি বাড়ে বেশি। সদরের রাস্তাগুলোর কয়েকটি যেমন: তাড়াশ দত্তবাড়ী হতে পাহাড় পুকুর পর্যন্ত ঘোষপাড়া সড়ক, হাফেজ সাহেবের বাড়ী হতে পশ্চিম ওয়াবদা বাঁধ, হাটখোলা পুকুর মোড় হতে ফিরোজ খাঁর বাড়ী পর্যন্ত নিচু রাস্তা, গ্রামীণ টাওয়ার হতে বাঁধ পর্যন্ত খান পাড়ার রাস্তা, সোনালী ব্যাংক হতে টেলিফোন মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ জনপথ, তাড়াশ শাহী মসজিদের পূর্বপাড়া সড়ক, কোনাইাপাড়া রাস্তা, তাড়াশ জিকেএস মোড় হতে গোরস্থান পর্যন্ত সড়ক, গ্রামীণ টাওয়ার হতে প্রফেসর পাড়ার রাস্তা, চক্ষু হাসপাতাল মোড় হতে দক্ষিণপাড়া সড়কসহ আরো কতিপয় মহল্লার সরু গলি, লেন ও রাস্তার চিত্র অত্যন্ত নাজুক। এসব রাস্তার অনেকগুলো এখনো কাঁচা, কিছু ইট বিছানো ও ঢালাই নষ্ট হয়ে চলাচল অনুপযোগী ও অন্যগুলো নানাভাবে বিনষ্ট হয়ে পথচারীদের দুর্ভোগ ও যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের জরুরী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সদরের রাস্তা সড়ক সমূহের কার্যকরী সংস্কারের পদক্ষেপ নিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top