স্টাফ রিপোর্টার: মৎস্য আইনে নিষিদ্ধ হলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন হাটবাজারে এমনকি রাস্তার ধারেও কেনাবেচা হচ্ছে দেশীয় জাতের ছোট পোনা মাছ। তাড়াশ সহ চলনবিলের প্রায় সর্বত্র বর্ষাকাল এবং বছরের অন্যান্য সময়ও চলনবিলে পানি প্রবাহ থাকলে মৎস্যজীবী এবং সাধারণ মানুষ দেশীয় প্রজাতির পোনা শিকার করে খায় ও কেনাবেচা করে। চলতি বছরে গত আগস্ট-সেপ্টেম্বরে চলনবিলের মাঠের পানি শুকিয়ে ধান ক্ষেতে প্রচন্ড গরমে মাছ আটকে গেলে লোকেরা প্রচুর ছোট পোনা ক্ষেতের মধ্যেই ধরে ফেলে। এছাড়া বর্ষাকালে সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় তাড়াশের বিভিন্ন এলাকায় বিশেষত: চায়না দুয়ারী জালে ছোট পোন মাছ নিধনের হিড়িক পড়েছে যদিও প্রচলিত আইনে এটা অবৈধ। এসব পোনা মাছ বড় হলে মানুষের বর্তমান মাছের সংকট থাকত না, বরং বহুলাংশে তাদের চাহিদা মিটে যেত। জানা যায়, তাড়াশ উপজেলা মৎস্য অফিস ভ্রাম্যমান আদালত অভিযান চালাতেও লোকবলের অভাবে এর তৎপরতা বেশি অব্যাহত রাখতে পারে না। অধিকন্ত নিজস্ব ম্যাজিস্ট্রী ক্ষমতা না থাকায় দপ্তর ইউএনও বা এসি ল্যান্ডের সহায়তা ছাড়া ঐ পদক্ষেপ নিতে অপারগ।