স্টাফ রিপোর্টার: রানীর হাটের উত্তর পার্শ্বে দীর্ঘদিন যাবৎ সড়কে পানি জমে থাকায় ও একই স্থানে ভেঙ্গেচুরে খানাখন্দ তৈরি হওয়ায় বগুড়ার শেরপুর মির্জাপুর-রানীর হাট আঞ্চলিক সড়ক যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিন গত ১৮ অক্টোবর বগুড়া যাবার পথে দেখা যায়, রানীর হাটের ঠিক উত্তর পার্শ্বেই মূল সড়ক ভেঙে গিয়ে পানি জমে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই যান চলাচল করায় বর্তমানে ওখানে গভীর গর্ত সৃষ্টি হয়ে সার্বক্ষণিক পানি জমে আছে ডোবার মতো। ফলে বগুড়া, শেরপুর ও মির্জাপুরগামী ছোট-বড় সব ধরনের যানবাহন ওই স্থলে খুব আস্তে ধীরে সতর্কভাবে গর্ত পাড় হচ্ছে। এতে যানজট তৈরি সহ যানবাহনের গতি ব্যাহত হচ্ছে।
এছাড়া পদচারী ও পথচারীদেরও অনেক অসুবিধা হচ্ছে। দ্রæত এখানে সড়ক মেরামত বা সংস্কার করা নাহলে যেকোন মুহূর্তে মির্জাপুর-রানীর হাট ২০ কি.মি দীর্ঘ আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ হয়ে যেতে পারে। আর যদি তা হয় , তবে রানীর হাটের বগুড়া ছাড়াও সিরাজগঞ্জ ও নাটোর জেলার অনেকগুলো উপজেলার অসংখ্য মানুষের দিনরাত্রি যাতায়াত ও পরিবহনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কেও এ কারণে অচল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।