স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের তিন জেলা নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জের তিনটি উপজেলা সীমানায় অবস্থিত বিখ্যাত রানীর হাটের চৌরাস্তার মোড়ে গোল চত্বরে ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলাগুলো হচ্ছে – সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা, বগুড়ার শেরপুর উপজেলা এবং নাটোরের সিংড়া উপজেলা। বহু প্রাচীন ও বর্ধিষ্ণু এই হাট ও বাজার তাড়াশের উত্তর শেষ সীমানা, শেরপুরের দক্ষিণ শেষ কর্ণার ও সিংড়া উপজেলার পূর্ব সীমানার শেষ প্রান্তে অবস্থিত। এটা নিবিড় প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল হলেও রানীর হাটের সাথে শেরপুর, তাড়াশ, রায়গঞ্জ ও নাটোরের নাটোরের আঞ্চলিক গুরুত্বপূর্ণ পাকা সড়কে মিলিত চৌরাস্তা রানীর হাটে মিশেছে। হাটের চৌরাস্তার এই মোড়ে কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রায় সদা-সর্বদা যানজট লেগেই আছে। বিশেষত: প্রতি হাটের ও বাৎসরিক মেলার দিনে এই চৌরাস্তা চত্বরে দীর্ঘ সময় যানবাহনের জট লেগে থাকায় স্বাভাবিক যানবাহন ও পরিবহন ব্যাহত হয়। উক্ত চৌরাস্তা মোড়ে যানবাহনের চাপে সড়কগুলিও ভেঙেচুরে যাচ্ছে। এখানে একটি সরু কনভার্ট রয়েছে। তার সংস্কারও জরুরী হয়ে পড়েছে। রানীর হাটের মতো প্রসিদ্ধ ও প্রাচীন ব্যবসা কেন্দ্রে ট্রাফিক পুলিশ পদায়ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সড়ক জনপদ বিভাগ দাবি জানান এলাকাবাসী।