বৃষ্টি হলেই পৌর শহরে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার: সামান্য একটু বৃষ্ট হলেই তাড়াশ পৌর শহরের সদরে জনভোগান্তি বেড়ে যায়। বেহাল সড়কে মানুষের দুর্দশার অন্ত থাকে না। প্রথমেই উল্লেখ্য, তাড়াশ পৌর শহরের একমাত্র প্রধান বাজার সহ পৌর শহরের কোথাও জল ও ময়লা পানি নিষ্কাশনের ড্রেন বা নর্দমা নেই। উপজেলা সদরের প্রধান সড়ক ব্যতীত পৌর পাড়া-মহল্লার অধিকাংশ সড়ক, লেন ইট বিছানো অথবা কাঁচা মাটির। কয়েকটি রাস্তা অনেক আগের ঢালাই নির্মিত হলেও সেগুলো ভেঙ্গেচুরে খান খন্দকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ওপর পৌর কর্তৃপক্ষ পৌর সড়কের অন্যতম ব্যস্ত সড়কে ইটের গুঁড়ার রাবিশ ফেলার দরুন অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলে জল, কাঁদা, ময়লা, আবর্জনা খালের-নালার মতো সড়ক-রাস্তার উপর দিয়ে গড়িয়ে প্রবাহিত হয়। এর ফলে পথচারী ও পরিবহন যানবাহন সবকিছুর চলাচল দুরূহ হয়ে পড়ে। এছাড়া তাড়াশ বাজারে নর্দমা ও গণ শৌচাগার না থাকায় সংকট আরো প্রকট রূপ ধারণ করেছে। পৌরবাসীর এই সমস্যা নিরসনে পৌর প্রশাসন কর্তৃক যথাযথ কার্যকরী ব্যবস্থা দ্রæত গ্রহণ করবে বলে এলাকাবাসী প্রত্যাশা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top