স্টাফ রিপোর্টার: তাড়াশ সদরের সবচেয়ে বড় অটো ভ্যান গ্যারেজ পরিণত হয়েছে তাড়াশ প্রেসক্লাবের সামনের চত্বর। আগে বাজারের এই অংশে কিছু ভাঙাচুরা জায়গা ছিল। কিছুকাল পূর্বে তাড়াশ পৌরসভা কর্তৃক মেরামত করা হলে এখানে একটি প্রশস্ত প্রাঙ্গণ তৈরি হয়। আর এই সুযোগে তাড়াশের পূর্ব-উত্তরাঞ্চলের যত অটো ভ্যান সহ ক্ষুদ্র যানবাহন সবগুলো তাড়াশ বাজারে পৌঁছে এখানে পার্কিং করে থাকে। ফলে প্রেসক্লাবের সম্মুখে গোটা খোলা চত্বরেই এখন অটো ভ্যানের গ্যারেজ নিত্যদিনের দৃশ্য। অথচ তাড়াশ সদরে ছোটখাটো সভা সমাবেশ ও জমায়েত বা খোলা মঞ্চের প্রোগ্রামের জন্য এই জায়গাটি ব্যবহার করা হয়। কিন্তু ভ্যান-ভটভুটির উপদ্রবে এখানে কিছু করা যায় না। এমনকি মানুষের দাঁড়ানও সম্ভব হয় না। মূলত উপজেলা প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের বাজারে কোন শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতি কার্যকর নজর না থাকায় এই দুর্দশা বা জনদুর্ভোগের সৃষ্টি। অবিলম্বে তাড়াশ প্রেসক্লাবের সামনে থেকে ভ্যান গ্যারেজ অপসারণের জন্য প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।