স্টাফ রিপোর্টার: তাড়াশ উপজেলা সদরের দক্ষিণ প্রবেশ মুখ থেকে শুরু হয়ে তাড়াশ-মহিষলুটি সড়কের জিকেএস প্রাইমারি স্কুলের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার তাড়াশ দক্ষিণপাড়া পাকা রাস্তাটি দীর্ঘদিন হল বেহাল দশায় যানবাহন ও পথচারী যাতায়াত ব্যাহত হচ্ছে। রিং রোড ধরনের তাড়াশ দক্ষিণপাড়া এ রাস্তাটি দিয়ে প্রতিদিন সদরের ও বাইরের অসংখ্য মানুষও যানবাহন চলাচল করে। প্রায় ১০ বছর পূর্বে এলজিইডি এই সড়কটি নির্মাণ করা হলেও বর্তমানে সড়কের বিভিন্ন স্থান ভেঙেচুরে খান খন্দ তৈরি হওয়ায় যাতায়াতে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। সড়কটি ক্ষতির মূলে এর পার্শ্ববর্তী কিছু বসতিও দায়ী যারা নানাভাবে এ পথে উপদ্রব তথা নষ্ট-বিনষ্ট করে চলেছে। এজন্য সড়কের বিভিন্ন অংশে গর্ত আর ইট কাপোর্টিং উঠে গিয়ে জন চলাচল বিঘিœত হচ্ছে। উল্লেখ্য, এ সড়কের পাশে দিয়ে কিছু এনজিও অফিস ও দক্ষিণ পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। কিন্তু সড়কের দুর্দশার ফলে স্থানীয় মানুষ, স্কুলের শিক্ষার্থী ও জাতীয় পরিবহনকারী যানবাহন ধীরগতিতে চলছে কখনো বা দুর্ঘটনার স্বীকার হচ্ছে। এমতাবস্থায় তাড়াশ দক্ষিণপাড়া সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের জন্য জরুরী উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।