স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাড়াশ জোন অফিস কান কাটা অর্থ্যাৎ এদের কোন লজ্জা-শরম নেই। এরা যুগের পর যুগ গ্রাহক সাধারণকে কল্পিত, মিথ্যা, ভূয়া ও বানোয়াট বিল দিয়ে জনগণের পকেট কেটে চলেছে নানা রকম প্রতারণার মাধ্যমে। এ সম্পর্কে অসংখ্য বার প্রতিবাদী লেখা ও প্রতিবেদন করা হয়েছে এই প্রতিবেদক কর্তৃক বিশেষ করে সাপ্তাহিক চলনবিল বার্তা নামের এই স্থানীয় পত্রিকায় বিভিন্ন প্রমাণ, দৃষ্টান্ত ও তথ্য-তত্ত¡ দিয়ে। তবুও এদের হুস ফিরে নি, সংশোধন হয় নি। অতি সাম্প্রতিক এই প্রতিবেদকের আবাসিক মিটার নাম্বার ১২৩২১২ গত সেপ্টেম্বর ২০২৪ মাসে ১,৩৮৯ টাকা বিল প্রদান করে। ঠিক পরের অক্টোবর /২৪ মাসে বিল দিয়েছে ১,৩১৪ টাকা। মানে মাত্র কয়েক টাকা কম। অথচ অক্টোবরে আরো বেশি গরমে বিল হওয়ার কথা বেশি। এ ধরনের বহু অসামঞ্জস্য বিল অতীতে দেওয়া হয়েছে। কিন্তু এই পল্লী বিদ্যুৎ অফিস বাধা দেয় নেই। অগণিত বার বলা সত্তে¡বও এরা বাড়ীর মিটার মালিককে না জানিয়ে লুকিয়ে চোরের মতো মিটার রিডিং নিয়ে যায়। কাউকে অবহতি করে না। চ্যালেঞ্জ করলে তদন্তের নামে নানান টালবাহানা ও ঘোড়া যুক্তি তুলে ধরে তাদের বিল সংযুক্ত কি ব্যাপার বলে হালাল করতে চায়। পল্লী বিদ্যুতের এই সুদীর্ঘ দুর্নীতি মূলক তৎপরতা বন্ধ হওয়া উচিত বলে সাধারণ জনগণ মনে করেন।