তাড়াশের বিনসাড়া ও গোন্তা হাটে সড়কে যান চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার: হাটের দিনে ও বাজারের সময় সরাসরি সড়কের ওপর দোকানপাট ও নানারকম গাড়ী পার্কিং করে রাখায় স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে যা জনস্বার্থের পরিপন্থী ও বেআইনি। এ ঘটনা বহুদিন যাবৎ ঘটে চলেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া ও গোন্তা বাজারে। উল্লেখ্য, এ দুটি ব্যবসাকেন্দ্র তাড়াশ-রানীর হাট আঞ্চলিক মহাসড়কের ওপরে অবস্থিত। ফলে যানজট ও যানবাহন চলাচল বিঘিœত হওয়া এসব স্থানে স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
স্মরণযোগ্য, তাড়াশের অনতিদূর বিনসাড়া হাট সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার বসে। তবে এখানে ও তালম ইউনিয়ন রানীর হাট অদূরবর্তী গোন্তা বাজার সার্বক্ষণিক অর্থাৎ দিনরাত বাজার চলে। এ কারণে এ দুটি হাট-বাজারে কেনাকাটা, দোকানপাট, জনতার ভিড় ও গাড়ীঘোড়ার এসব স্থান দিয়ে তাড়াশ-রানীর হাট আঞ্চলিক মহাসড়ককে যানবাহন চলাচল শুধুই ব্যাহত হয় না, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। এছাড়া এই স্থলে যানবাহন ধীরগতির কোন বিকল্প নেই। এতে জনস্বার্থে ও জনসুবিধাদি ও তাদের চলাচলের অধিকার ও স্বচ্ছন্দ স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। তাই বিনসাড়া ও গোন্তা হাট-বাজারে আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে দোকানপাচান বাহন পার্কিং অপসারণ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top